- সারাদেশ
- মৌলভীবাজারে আ'লীগ-বিএনপির হামলা, পাল্টা হামলায় আহত ২৫
মৌলভীবাজারে আ'লীগ-বিএনপির হামলা, পাল্টা হামলায় আহত ২৫

ছবি: সমকাল
মৌলভীবাজারে শান্তি ও প্রতিবাদ সমাবেশ করার সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে জেলা সদরের চৌমোহনা ও স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনায় ইট পাটকেলের আঘাতে জেলা বিএনপির সভাপতিসহ অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সহসভাপতি ফয়জুল করিম ময়ূন। উত্তেজনাকর মুহূর্তে সাধারণ মানুষের দুটি যানবাহন ভা‘চুর করা হয়েছে। আ’লীগ বিএনপির পাল্টাপাল্টি হামলার ঘটনার সময় পুলিশ নীরব ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জেলা বিএনপির অভিযোগ, তেল, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মৌলভীবাজার শহরের চৌমোহনার দেওয়ানী মসজিদের সম্মুখে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা মানববন্ধন করছিলেন। এ সময় বিএনপির সভাপতি বলয়ের নেতাকর্মীরা কর্মসূচি পালনে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার দুপুরে সমবেত হয়ে সমাবেশ করছিলেন। সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বক্তব্য রাখেন। এ দিকে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনার থেকে শান্তি মিছিল নিয়ে সাইফুর রহমান সড়কের দিকে আসে। আওয়ামী লীগের মিছিলের পেছন থেকে যুবলীগ এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মী দেওয়ানী মসজিদের সামনে কর্মসূচি পালন করা বিএনপির নেতাকর্মীর ওপর হামলা করে। বিএনপির নেতাকর্মীরাও পাল্টা হামলা চালায়। এ সময় আওয়ামী লীগের সঙ্গে পুলিশ যোগ দিলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় শান্তি মিছিল থেকে আক্রমনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়া বিএনপির সভাপতি নাসের রহমানের অনুসারীদের ওপর হামলা করে।
উভয় গ্রুপের পাল্টাপাল্টি হামলায় জেলা বিএনপির সভাপতি নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আল আমিন, কলেজ ছাত্রদল নেতা সাব্বির আহমদ, জেলা জাসাস সদস্যসচিব জসীম উদ্দিনসহ ২০-২৫ জন আহত হন।
দুপুর ২টার দিকে জেলা বিএনপির সহসভাপতি ফয়জুল করিম ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, উদ্দেশ্য প্রণোদিত ভাবে আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিসোটা নিয়ে হামলা করা হয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, মৌলভীবাজার তথা সিলেটের রাজনীতিতে সম্প্রতির বন্ধনে আঘাত করেছে আওয়ামী লীগের শান্তির পক্ষে মিছিলের নামে অশান্তির দাবানলের মতো হামলার ঘটনা।
ফয়জুল করিম ময়ূন বলেন, জেলা বিএনপির সভাপতির চোখের নিচে ইটের আঘাত লেগেছে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৮-১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন বলেন, আমাদের শান্তিপূর্ণ পূর্ব নির্ধারিত মিছিলে বিএনপির কর্মসূচি থেকে ঢিল ছুড়লে পাল্টা হামলা করা হয়। তখন বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান মোবাইল ফোনে সমকালকে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তির স্বপক্ষে বিশাল মিছিল চলছিল। একই সময়ে বিএনপির কর্মসূচি পালন করা ঠিক হয়নি। এতে মনে হচ্ছে- তারা ইচ্ছে করে পায়ে পা লাগিয়ে ঝগড়া লাগিয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী শহরে পাল্টাপাল্টি হামলার ঘটনার তথ্য নিশ্চিত করে সমকালকে জানান, এ ঘটনায় কোনো পক্ষ শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।
মন্তব্য করুন