জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, আজ বাংলাদেশে বৈষম্যমূলক ও জনস্বার্থ বিরোধী যে রাজনীতির উত্থান ঘটেছে, তার অবসান জরুরি হয়ে পড়েছে। অগণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য খর্ব করার মধ্য দিয়ে রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক রূপান্তর অনিবার্য হয়ে পড়েছে। উৎপাদন এবং জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে জড়িত জনগোষ্ঠীকে বাদ দিয়ে স্বাধীনতা, সাম্য বা গণতন্ত্র বা সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।

আজ শনিবার জেএসডির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে ফেনী জেলা জেএসডি ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তবে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে অনুমতি থাকা সত্ত্বেও সংবর্ধনা অনুষ্ঠান করতে পারেনি জেএসডি। সেখানে আওয়ামী লীগের সমাবেশ থাকায় ফেনীর মুক্ত বাজারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নির্ধারণের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও বুদ্ধি বৃত্তিক কর্মকাণ্ড পরিচালিত করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা জেএসডি সভাপতি হিরা লাল চক্রবর্তী। জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দিন মজুমদার সাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোযারুল কবির মানিক, কামাল উদ্দিন মজুমদার সাজু, নুর রহমান চেয়ারম্যান, সমীর কর, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি তৌফিক উজ জামান পিরাচা, কামাল উদ্দিন ভূঁইয়া, নুরুল ইসলাম মাস্টার, মোহাম্মদ আলী জিন্নাহ, এম এইচ জাহাঙ্গীর, তাহের উদ্দিন মহিম, হালিম উল্লাহ মজুমদার।