রুদমিল। ২০২০ সালে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সহপাঠী ও বন্ধুদের নিয়ে গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিচ ক্লাব’। শুরুতে সমাজের কিছু মানুষ যেমন উৎসাহিত করেছিলেন, ঠিক তেমনি অনেকে আবার নিরুৎসাহিতও করেছিলেন। তবু বন্ধুত্বের একতা, সততা ও সাহসের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় নিজেদের কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিচ ক্লাব’ তাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নতুন ও পুরোনো কাপড়, কম্বল, খাবার, মাস্ক, শিক্ষাসামগ্রী বিতরণ করে তারা। যদিও তাদের মূল লক্ষ্য শিক্ষা সহায়তা এবং সচেতনতা বিষয়ে কাজ করা। রিচ ক্লাব সমাজের পিছিয়ে পড়া পরিবারকে স্বাবলম্বী করতে আর্থিক সহায়তাও দিয়ে আসছে। করোনাকালীন হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও হাত ধোয়ার ক্যাম্পেইনও পরিচালনা করেছে। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে পাঁচ শতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, হুইলচেয়ার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পথশিশুদের মধ্যে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণ করেছে।

সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ স্থানীয় এই সংগঠন বেস্ট অব চিটাগং সোশ্যাল অর্গানাইজেশন অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করে। সংগঠনের একঝাঁক তরুণ মানবতার গাড়ি নিয়ে নিয়মিত ছুটে চলেন অসহায় মানুষের সন্ধানে। বন্দরনগরীর বিভিন্ন রাস্তার মোড়ে, রেলওয়ে স্টেশন, বাস-টার্মিনাল, ট্রাফিক সিগন্যালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে খাবারের অপেক্ষায় থাকা মানুষকে তারা খাদ্য সহযোগিতা দিয়ে থাকেন।  সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুদমিল বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুর অধিকারের জন্য কাজ করি আমরা। এ ছাড়াও তাদের শিক্ষসামগ্রীসহ বিভিন্ন বিষয়ে সচেতনতায়ও কাজ করি। মাঝে মধ্যে এ কাজ করতে গিয়ে হিমশিম খাই। আমাদের বাজেটের চেয়ে খরচ বেড়ে যায়। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামীতে এই চেষ্টা অব্যাহত রাখব। তা ছাড়া সামনে দেশব্যাপী আমরা আমাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছি। সবার সহযোগিতা পেলে সেই চেষ্টা অবশ্যই সার্থক হবে। আমরাও শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারব।’