বাবা-মায়ের ওপর অভিমান করে ৪ মাস আগে ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় নাদিরা করিম। গতকাল শনিবার রাত ১২টার দিকে রাজধানী ঢাকার আদাবর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাদিরা সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি রেজাউল করিম বাবুর মেয়ে। 

নাদিরার বাবা জানান, গত বছর ৫ নভেম্বর নাদিরা বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। সম্প্রতি তথ্যপ্রযুক্তির মাধ্যমে আদাবর এলাকায় তার অবস্থান জানতে পারেন ঈশ্বরদী থানার ওসি। তবে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বাড়িতে আছে জানা যাচ্ছিল না।

শনিবার রাত ১২টার দিকে আদাবর থানা পুলিশ তাদের জানায়, ভেতর থেকে বন্ধ একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে। রোববার সকালে লাশ শনাক্ত করা গেছে। নাদিরা এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি করত বলে জেনেছেন তিনি।  

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মো. জুবায়ের বলেন, পুলিশ বাসার দরজা ভেঙে লাশ উদ্ধার করে। সুরতহাল দেখে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, নিখোঁজের পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে আদাবর এলাকায় মেয়েটির অবস্থান জানা যায়। তবে তার ফোন বন্ধ থাকায় নির্দিষ্ট করে অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না।