গাজীর গান গাওয়ায় নিষেধ ও অন্য নারীর সঙ্গে সম্পর্কে বাধা দেওয়ায় মানিকগঞ্জের সিংগাইরে মুক্তা আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজু বয়াতির (৩০) বিরুদ্ধে। আজ রোববার দুপুরে উপজেলার পূর্বভাকুম গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তার বড় বোন সুচরিতা আক্তার জানান, তাঁরা দুই বোন, কোনো ভাই নেই। বাবাও মারা গেছেন। ছয় বছর আগে মুক্তার সঙ্গে উপজেলার ধল্যা চরউলাই গ্রামের রাজু বয়াতির বিয়ে হয়। এরপর থেকে তাঁর বোন রাজুকে গাজীর গান গাইতে মানা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে গোপনে বিয়ে ও অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ থাকায় প্রায়ই ঝগড়া হতো।

তিন দিন আগে মুক্তা স্বামীর বাড়ি থেকে রাগ করে বাবার বাড়ি চলে আসেন। শনিবার রাজু জোর করে মুক্তাকে নিয়ে যেতে চান। র্যাবের সদস্যরা তা দেখে বিষয়টি মীমাংসার কথা বলেন। রোববার সকালে মা রৌশন আরা রাজুকে জানান, মুক্তাকে নিয়ে যেতে হলে অভিভাবকদের নিয়ে আসতে হবে।

সুচরিতা আরও জানান, রোববার দুপুর ২টার দিকে তাঁর মা গোসল করতে বাড়ির বাইরে যান। এ সময় রাজু তাঁর বোনকে শ্বাসরোধে এবং ধারালো ছুরি দিয়ে বুক ও পেটে আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পলাতক থাকায় রাজুর বক্তব্য জানা সম্ভব হয়নি।

সিংগাইর থানার উপপুলিশ পরিদর্শক লিবাস চক্রবর্তী জানান, মরদেহের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুক্তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।