- সারাদেশ
- রমজানে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করবেন এরশাদ
রমজানে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করবেন এরশাদ

পুরো রমজান মাসে ১০ টাকা লিটারে দুই মেট্রিক টন দুধ বিক্রির ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জের জেসি অ্যাগ্রো ফার্মের মালিক এরশাদ উদ্দিন। তিনি বলেন, এলাকার গরিব মানুষদের তালিকা করে তাদের কাছে এ দুধ বিক্রি করা হবে। গত বছরও এ উদ্যোগ নিয়েছিলেন তিনি।
রোববার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্টে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে এরশাদ বলেন, রমজানে রোজাদাররা সেহেরির সময় দই দিয়ে ভাত খান। কিন্তু রমজান এলেই দুধের দাম অনেক বেড়ে যায়। বর্তমানে বাজারে কৃষকের দুধ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা লিটার। রমজানে হয়ে যাবে ১০০ টাকা লিটার। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত দুধও বর্তমানে বিক্রি হচ্ছে ১০০ টাকা লিটার। ফলে গরিব মানুষের পক্ষে দুধ কেনা সম্ভব হয় না। সেই কারণে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করব।
তিনি জানান, তার খামারে দৈনিক ৭০ লিটার দুধ উৎপাদন হয়। ফলে পুরো রমজানে তিনি দুই টনের মতো দুধ এ দামে বিক্রির পরিকল্পনা নিয়েছেন। এর জন্য এরশাদ আশপাশের বিভিন্ন গ্রামের গরিব মানুষের তালিকাও তৈরি করছেন।
মন্তব্য করুন