সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রামে পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেন হত্যার দু’সপ্তাহ পর রহস্য উন্মোচন হয়েছে। চুরির ঘটনা দেখে ফেলায় সংঘবদ্ধ দুই চোর তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় প্রযুক্তির সহায়তায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল আজ সোমবার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলো উল্লাপাড়া পৌর সদরের কাওয়াক দক্ষিণ পাড়ার ওমর ফারুক ও জাহিদুল ইসলাম জাহিদ। এর মধ্যে আসামি ওমর ফারুক হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

জাহিদ মাদক পাচারের দায়ে আগেই গ্রেপ্তার হয়। কারাগারে থাকায় তাকে মামলায় শোন-অ্যারেস্ট দেখানো হয়। তাকেও আগামীতে রিমান্ডে এনে খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও ডিবির ওসি রওশন আলীর নেতৃত্বে এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি রাতে খুন হন উল্লাপাড়ার পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেন।