বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের মামলায় জামিন পেয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাবেক ইউএনও মনজুর হোসেন।

আজ সোমবার টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন তিনি। এরপর জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ চার্জগঠন পযন্ত তাঁকে জামিন দেন।

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মনজুর হোসেনের বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ারা জারি করেছিলেন আদালত।

মনজুর হোসেন রাজবাড়ীর পাংশা থানার চরঝিকড়ী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত আছেন।

টাঙ্গাইলের পিপি আকবর খান জানান, বাদি ওই সাবেক ইউএনওর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। তখন মামলাটি খারিজ হয়ে যায়। পরবর্তীতে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের আদেশ দেন। পিবিআই মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদন পাওয়ার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে মনজুর হোসেনকে গ্রেপ্তারের আদেশ দিয়েছিলেন। এরপর ইউএনও উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন। আজ সোমবার ছিল ওই জামিনের শেষ দিন। চার্জ গঠন পর্যন্ত আদালত তাঁকে জামিন দেন।