- সারাদেশ
- ক্ষতিপূরণের ৮৪ লাখ টাকা পেলেন ২৮ জন কৃষক
রূপপুর প্রকল্প
ক্ষতিপূরণের ৮৪ লাখ টাকা পেলেন ২৮ জন কৃষক

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প স্থাপনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব কৃষকের ফসলের ক্ষতিপূরণের চেক বিতরণ আবার শুরু হয়েছে। সোমবার ২৮ জন কৃষকের মাঝে ৮৪ লাখ টাকা প্রদানের মাধ্যমে এই চেক বিতরণ শুরু হয়েছে।
পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ৭৭৫ কৃষকের মধ্যে ২৭ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৯৯০ টাকা ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ দেওয়া হয়। এর আগে এই টাকার মধ্যে ২০১৮ সালের ৫ জুলাই ৬৪ জন কৃষককে এক কোটি ৭৫ হাজার ৫৫০ টাকা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে ইউএনও ইমরুল কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবীর, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পাকশী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, বীর মুক্তিযোদ্ধা শহীদুজ্জামান নাসিম। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আক্তারুজ্জামান, মাসুম হোসেন, মহরম বিশ্বাস, লাবলু মোল্লা, রবি মালিথা প্রমুখ বক্তব্য দেন।
উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে ব্যাখ্যা উপস্থাপন করে সাংবাদিকদের জানান, রূপপুর প্রকল্প বাস্তবায়ন করার প্রাক্কালে রূপপুর এলাকায় ৯৯০ একর জমিতে অস্থায়ীভাবে চাষাবাদকারী পরবর্তী সময়ে কৃষকরা নতুনভাবে নাম অন্তর্ভুক্তির জন্য মামলা করলে ক্ষতিপূরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর বাইরে অন্য একটি মামলায় রায় ঘোষণার পর ৫ জন কৃষককে ১০ লাখ ৮৮ হাজার ৩৯১ টাকা ২০১৯ সালের ১ আগস্ট প্রদান করা হয়। এদিকে হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায় এবং পাবনা জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ৩১৪ জন কৃষককে ২০ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা প্রদান করা হয়।
মন্তব্য করুন