নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে আসা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে পৌরসভার আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

আসামিরা হলো– আমিনপুর গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে মো. আসাদ মিয়া, লোকনাথ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস ও বশির মিয়ার ছেলে রাব্বি।

এর আগে শনিবার রাতে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের ছাত্র মো. ইসহাক মিয়া বাদী হয়ে তিনজনের নামসহ ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন।

জানা গেছে, সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং পানাম নগরীতে বেড়াতে আসেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯০ জন শিক্ষার্থী। শনিবার বেড়ানো শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে মেয়ে শিক্ষার্থীরা আমিনপুর মাঠে ইভটিজিংয়ের শিকার হন। ছাত্ররা এর প্রতিবাদ করায় ১০-১৫ জনের একটি দল শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় দুটি বাস ভাঙচুর করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।