চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে উদ্ধার হওয়া জমিতে আগামী মাসে বার্ডস পার্ক নির্মাণের কাজ শুরু হবে। পার্কটি হবে নাইট সাফারি পার্কের আদলে। উদ্ধারকৃত জমি পরিদর্শনকালে গত রোববার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা জানান।

তিনি বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। বিভিন্ন দপ্তর এখানে জায়গা চাচ্ছে। এখানে একটি সাফারি পার্ক, খেলার মাঠ ও বার্ডস পার্ক ইত্যাদি নির্মাণের চিন্তাভাবনা চলছে। যেসব ভূমিহীন ও গৃহহীন মানুষ আছেন, তাঁদের বিষয়ে যথাযথ নিয়ম মেনে আশ্রয়ণের মাধ্যমে পুনর্বাসন করা হবে। এ ছাড়া যারা অবৈধভাবে পাহাড় কাটা, সরকারি জমি দখল, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার এ কে এম সফিউল্লাহ, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।