নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে গতকাল রোববার রাতে বহুতল ভবনে বিস্ফোরণে গুরুতর দগ্ধ কুলসুম ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুলসুম সিজারের মাধ্যমে আজ সোমবার সকালে সন্তান জন্ম দিয়েছেন।

শিশুটির ওজন কম হওয়ায় তাকে এনআইসিইউতে রাখা হয়েছে বলে জানান এই চিকিৎসক।

বিস্ফোরণে দগ্ধ কুলসুমের অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৩০ শতাংশ এবং তার তিন বছরের ছেলে খালিদের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। কুলসুম বেগমকে সিজারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

কুলসুমের স্বামী আবদুল্লাহ আল মাসুদ জানান, ওই ভবনের ছয় তলায় বিস্ফোরণ ঘটে। তিনি তখন ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

বাড়িওয়ালা মোহাম্মদ আল মামুন জানান, বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে, আটতলার ফ্ল্যাটের জানালার কাঁচও ভেঙে গেছে। তিতাস পুরো বিল্ডিংয়ের গ্যাস লাইন কেটে দিয়ে গেছে। বিদ্যুৎ বিভাগ ওই ফ্লোরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফকর উদ্দিন আহমেদ বলেন, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে। তদন্ত শেষ হলে বলা যাবে।