- সারাদেশ
- ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল
ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: সমকাল
মৌলভীবাজারে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানসহ দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সোমবার শহরের শাহমোস্তাফা ঈদগাহ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহমোস্তফা সড়কে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। পরে লেইক রোড হয়ে সৈয়দ মুজতবা আলী সড়ক দিয়ে চৌমুহনায় যাওয়ার পথে আবারও পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভ মিছিল। বাধ্য হয়ে দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন।
এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকারের পেটুয়াবাহিনীর উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগ পরিকল্পিতভাবে লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে গত ১১ মার্চ দুপুরে শহীদ মিনারের সামনে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিতে হামলা চালায়। তখন পুলিশ নীরব ছিল। তারা কাউকে বাধা দেয়নি।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে মানববন্ধনের মতো একটি শান্তিপূর্ণ কর্মসূচীতে তারা হামলা চালাচ্ছে। এখনও সময় আছে রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করবেন না। সন্ত্রাসের পথ বেছে নেবেন না। বিএনপির সন্ত্রাসীদের রাজপথে রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে। ভবিষ্যতে হামলা চালালে রাজপথেই তা মোকাবেলা করা হবে।
জেলা বিএনপির সহসভাপতি ফয়সল আহমেদের পরিচালনায় বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আশিক মোশাররফ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ জাবেদ আলী নাইম।
উল্লেখ্য গত ১১ মার্চ দুপুরে মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রঘোষিত মানববন্ধন কর্মসূচীতে যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায়। এতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও জেলা জাসাস এর সদস্যসচিব মো. জসিম উদ্দিনসহ কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হন।
মন্তব্য করুন