জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) পরিচালিত ‘মাদারস@ওয়ার্ক প্রোগ্রাম’ দেশব্যাপী প্রসারের লক্ষ্যে গ্লোবাল ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ডিজিটাল আইডেন্টিফিকেশন সল্যুশন প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন ইউনিসেফের সঙ্গে অংশীদারিত্ব করেছে।

কর্মসূচিটির লক্ষ্য পোশাক কারখানার নারী কর্মীদের মাতৃকালীন অধিকার ও শিশু যত্ন নিশ্চিতে সাহায্য করা। এই অংশীদারিত্বের মাধ্যমে অ্যাভেরি ডেনিসন ফাউন্ডেশন ২ বছরে আরও ১৬০ পোশাক কারখানাকে কর্মসূচিটির আওতায় আনতে দুই লাখ ডলার অর্থায়ন করবে।

রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এই অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।