- সারাদেশ
- লোহাগাড়ায় ১৪ দিন পর প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার
লোহাগাড়ায় ১৪ দিন পর প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার

মনছুর আলী।
চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলায় নিখোঁজের ১৪ দিন পর মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের ছেলে। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। বন্ধ ছিল মুঠোফোনও। নিখোঁজের পর থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। ২ মার্চ মনছুর আলীর বোন বুলু আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন।
লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন