মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের চাপায় প্রকৌশলী মো. আব্দুল কাদির সুন্দর মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ২টা ৩০ মিনিটেয় ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে শ্রীমঙ্গলের উত্তর সুর শাহজীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল কাদির সুন্দর মিয়া (ইঞ্জিনিয়ার) শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের কাদির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্তাধিকারী কারী হাফেজ শাহ মো. আমির উদ্দিনের বাবা। তাদের বাড়ি শ্রীমঙ্গলে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খোশবাস এলাকার।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিদ্রোন খোশবাস এলাকা থেকে শ্রীমঙ্গল শহরে মোটরসাইকেল নিয়ে আসছিলেন মো. আব্দুল কাদির। পথে শাহজীবাজারের প্রবেশ মুখে এলে শ্রীমঙ্গল থেকে যাওয়া একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলকে চাপায় দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে খবর পেয়ে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৪টা ১৫ মিনিটে রাস্তায় তাঁর মত্যু হয়।

নিহতের ছেলে শাহ মো. আমির উদ্দিন বলেন, ‘আমার বাবার মরদেহ বাড়িতে আনা হয়েছে ও আমার ভাই প্রবাসে থাকেন, তিনি প্রবাস থেকে এলে বুধবার (১৫ মার্চ) বাদ আসর আমার বাবার জানাজা হবে।

শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব বিন ইসলাম বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালক পলাতক রয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের কেউ এখনও কোনো মামলা করেনি। মরদেহ সিলেট থেকে শ্রীমঙ্গল নিয়ে আসা হয়েছে।’