কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে তৌফিক মিয়া (৩২) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে পৌরসভার চরপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।

নিহত তৌফিক মিয়া একই এলাকার সাহেদ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বাজার থেকে জ্বালানি কাঠ এনে উঠানের পাশে রাখার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।  এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

করিমগঞ্জ থানার ওসি সামছুল আলম সিদ্দিকী বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,বজ্রপাতে একজন নিহত হয়েছেন।