ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এরই মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূর আমীন। এ উপলক্ষে সকালে আনুষ্ঠানিকভাবে সকল প্রিসাইডিং অফিসারদের হাতে ইভিএম সেটসহ ইলেক্ট্রোরাল বুথ সরবরাহ করা হয়েছে।

তিনি জানান, এবারই প্রথম সব কয়টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। ইউভিএম পদ্ধতিতে ভোট প্রদানের ব্যাপারে প্রার্থী, প্রিসাইডিং কর্মকর্তাসহ সকলকে এরই মধ্যে অবগত করা হয়েছে।

মো. নূর আমীন আরও জানান, ফরিদপুর সদর উপজেলার ১১ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৯ জন। উপজেলার ১০৩ টি ভোটকেন্দ্রের ৬৬৫ টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোট প্রদান করবে। ভোট গ্রহণে আমাদের ১০৩ জন প্রিসাইডিং এবং ৬৬৫ জন সহকারি প্রিসাইডিং অফিসার থাকবেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে  ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৩ জন  ও সাধারণ সদস্য পদে ৩৫৮ জন প্রতিদ্বদ্বিতা করছেন।

তিনি আরও বলেন, নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য পুলিশ ও র‌্যাবের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।