- সারাদেশ
- জাতীয়করণের দাবিতে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ছাত্রীদের সড়ক অবরোধ
জাতীয়করণের দাবিতে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ছাত্রীদের সড়ক অবরোধ
রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ জাতীয়করণের দাবিতে এবং কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করছেন ছাত্রীরা। এ দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এ সময় বিভিন্ন শ্লোগান দিতে থাকেন আন্দোলনরত ছাত্রীরা।
আজ বুধবার সকাল ১০টা থেকে এ আন্দোলন শুরু করেন তারা।
কলেজের শিক্ষকদের একাংশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কলেজটির প্রধান শিক্ষক গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
মন্তব্য করুন