রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ জাতীয়করণের দাবিতে এবং কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করছেন ছাত্রীরা। এ দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এ সময় বিভিন্ন শ্লোগান দিতে থাকেন আন্দোলনরত ছাত্রীরা। 

আজ বুধবার সকাল ১০টা থেকে এ আন্দোলন শুরু করেন তারা।

কলেজের শিক্ষকদের একাংশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কলেজটির প্রধান শিক্ষক গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।