- সারাদেশ
- ফুফার জানাজা শেষে ফেরার পথে লরির ধাক্কায় শিক্ষকের মৃত্যু
ফুফার জানাজা শেষে ফেরার পথে লরির ধাক্কায় শিক্ষকের মৃত্যু
-samakal-641198148c7e6.jpg)
ফাইল ছবি
বরগুনায় তেলবাহী লরির ধাক্কায় মাওলানা আব্দুস সত্তার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে বরগুনা-বরিশাল সড়কের তোতার বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুস সত্তার বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়োমিয়া হাটখোলা এলাকার আব্দুল লতিফের বড় ছেলে। তিনি বরিশালের একটি মাদ্রাসার সহ-সুপার পদে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ফুপার জানাজা ও দাফন শেষে মোটরসাইকেলে কর্মস্থল বরিশালে ফিরছিলেন মাওলানা আব্দুস সত্তার। পথে তেলের লরি তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা লরিচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, তেলবাহী লরির চালক নাঈমকে আটক করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন