- সারাদেশ
- ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ফরিদপুরে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয় । র্যালিটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.সোহেল শেখ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা।
সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিতে সকলকে আইন মান্য করা করার আহবান জানান। এই আইনেও যেন কেউ অপব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক করেন।
মন্তব্য করুন