- সারাদেশ
- পীরগঞ্জে ইউপি মেম্বারসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার
পীরগঞ্জে ইউপি মেম্বারসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার

প্রতীকী ছবি
রংপুর পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার হাফিজার রহমানসহ আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার গবরা কুতুবপুরের হারুন অর রশিদের পরিত্যক্ত মুরগীর খামার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আটজন হলেন- মিঠিপুর ইউনিয়নের ভাগজোয়ারের মোসলেম উদ্দিনের ছেলে আইয়ুব আলী, জব্বার আলীর ছেলে তাজেল মিয়া, গবরা কুতুবপুরের আজি মিয়া আকন্দের ছেলে স্বাধীন আকন্দ, প্রয়াত দুলা মিয়ার ছেলে আমিনুর রহমান, প্রয়াত ইলিয়াছ আলীর ছেলে ইউপি মেম্বার হাফিজার রহমান, প্রয়াত আব্দুল মান্নানের ছেলে হারুন অর রশিদ ওরফে সুজন, পানবাজারের প্রয়াত আব্দুর রহিমের ছেলে আসাদুল মিয়া ও কাশিমপুরের প্রয়াত জিতেন্দ্রনাথ বর্মনের ছেলে শ্রী অমল কৃমার।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সমকালকে বলেন, গোপন সংবাদে জানতে পেয়ে গবরা কুতুবপুরের হারুন অর রশিদের পরিত্যক্ত মুরগীর খামারে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মন্তব্য করুন