ময়মনসিংহে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন। মঙ্গলবার মধ্যরাতে নগরীর উইনারপার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- আবদুল মন্নাফ ওরফে মুন্নাফ (৪৫) ও শাহীন (২৪)। মুন্নাফ কক্সবাজারের উখিয়ার পালংখালি পশ্চিম কেদারগুলা এলাকার মৃত হাজী জাকের আহম্মেদের ছেলে ও শাহীন ভালুকিয়া হারু ফকিরের পাড়া এলাকার মৃত জসিমের ছেলে। 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারিকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। বুধবার আদালতে রিমান্ডের আবেদন করা হলেও শুনানি হয়নি। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে চক্রটির অন্য সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।