- সারাদেশ
- কালিয়ায় শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ
কালিয়ায় শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ

হাসপাতলে চিকিৎসাধীন আহত শিক্ষক আসলাম হোসেন - সমকাল
নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আসলাম হোসেনকে (৫০) পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিক্ষক আসলাম ওই গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খড়রিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে শিক্ষক আসলাম হোসেনকে একই গ্রামের সাহেব আলী মীরের ছেলে সাব্বির, তানভীর ও তারেক, রিজাল মিনার ছেলে সোহাগ, সলেমান মিনার ছেলে ইসহাক ও মুন, তারেক মীরের ছেলে সনেট মীরসহ ১০-১৫ জন চাইনিজ কুড়াল, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এতে আসলামের পাজরের হাঁড় ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষক আসলাম হোসেন অভিযোগ করেন, ‘২০২২ সালের ২ নভেম্বরের পেড়লি ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান জারজিদ হোসেনের পক্ষে নির্বাচন করি। পরাজিত চেয়ারম্যান প্রার্থী সামিউল আলমের লোকজন আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এ হামলা চালায়। এর বিচার চাই।’
এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিত সাহা বলেন, শিক্ষকের শরীরে গুরুতর জখম ও আঘাতের চিহৃ রয়েছে। পাজরের হাড় ক্ষতিগ্রস্থ হয়েছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম সমকালকে বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন