ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আওয়ামী লীগ চার মেয়াদে ক্ষমতায় থাকলেও কোনো ধর্মের বিরুদ্ধে কাজ করেনি।

আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সংলাপের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প।

প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানে ১ ডলারের মূল্য ২৫৬ রুপি; বাংলাদেশে ১ ডলার ১০২ টাকা। আর কত শান্তি চাই? আমরা শুকরিয়া আদায় করি না, অথচ জিনিসপত্রের দাম বাড়লেই সমালোচনা করি।

ক্রয়ক্ষমতা বেড়েছে দাবি করে  ফরিদুল হক খান বলেন, দাম তো বাড়বেই। কারণ, ক্রয়ক্ষমতা বেড়েছে। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে দাম বাড়ত না।

তিনি বলেন, গত বছর হজে সৌদি আরবে দুটো ডিম ও ডাল দিয়ে ভাত খেতেই খরচ হয়েছে ৩৫৬ টাকা। এ বছর তা আরও বেড়েছে। অথচ এ পরিমাণ টাকায় দেশে তিনবেলা ভালোমতো খাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, লন্ডন-আমেরিকায় যান, দেখতে পাবেন– বিদ্যুৎ দিতে পারছে না। অথচ আমরা দিনরাত বিদ্যুৎ সরবরাহ করছি।

জেলা প্রশাসক গালিভ খানের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পুলিশ সুপার আব্দুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

স্বাগত বক্তব্য দেন আব্দুল্লাহ আল সাহিন, শিক্ষক হানিফ আব্দুল কাদের, অধ্যক্ষ এমরান হোসেন, ডাবলু কুমার ঘোষ, শহিদুল হুদা অলক প্রমুখ।