- সারাদেশ
- মার্চ বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস: প্রাণিসম্পদ মন্ত্রী
মার্চ বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম - সমকাল
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেছেন, মার্চ বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। কেননা, এইমাসে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। এই মাসের ৭ তারিখে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন। ২৬ মার্চ পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে হত্যা করে।
বুধবার নাজিরপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের চাহিদা পুরণ করে মাছ এখন বিশ্বের ৫২টি দেশে রপ্তানি করা হয়। লেখাপড়া শেষ করে চাকরি না করে মাছ চাষ করেন। হাস, মুরগী, কবুতর পালন করে নিজে স্বাবলম্বী হয়ে দেশের অথনৈতিক উন্নয়নে ভূমিকা রাখেন।
তিনি বলেন, ভারত থেকে আজ আর গরু আনতে হচ্ছে না। আর এসব সম্ভব হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকির কারণে। প্রধানমন্ত্রী দেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে নিজেও অবসরে চাষাবাদ করেন। দেশ ও নিজেকে আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি ও গবাদিপশু পালনসহ মাছের চাষ আরও বাড়াতে হবে।
নাজিরপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জিব কুমার দাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক আব্দুস সবুর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুর কুমার সিকদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।
এ সময় জেলার তিন নিখোঁজ জেলে পরিবারকে ৫০ হাজার করে অর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ২০টি দুস্থ পরিবারে একটি করে গাভী, দুইটি ছাগল এবং ৩০ কেজি করে গোখাদ্য প্রদান করা হয়। এছাড়া প্রদর্শনীর ৫০টি স্টলে বিভিন্ন জাতের গাভী, ষাঁড়, ছাগল, ভেড়া, হাস, মুরগী কবুতর ও পাখি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে চারটি ভাগে মোট ১২ জন খামারিকে পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন