- সারাদেশ
- কাজে আসছে না ৫ কোটি টাকার প্রকল্প
মাধবপুর পৌরসভায় পানি সংকট
কাজে আসছে না ৫ কোটি টাকার প্রকল্প

ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় চাহিদা অনুযায়ী সুপেয় পানি পাচ্ছেন না পৌরবাসী। শুকনো মৌসুমে পৌর এলাকায় পানির সংকট চরম আকার ধারণ করেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল থেকে পানি উঠছে না। পানি সংকটে পৌরবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
পৌর এলাকায় পানির সংকট সমাধানে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে পৌরসভার শ্যামলীপাড়ার ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের কাজ শুরু হয়। প্রকল্পের কাজ শেষ হতে ৬ বছর লাগলেও এখন পর্যন্ত চালু না হওয়ায় পৌরবাসী কোনো সুফল পাচ্ছেন না।
জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ভূগর্ভস্থ পানি উত্তোলন ও বিশুদ্ধকরণের পর ৪৫০ ঘনমিটার ধারণক্ষমতার সুরিসর ওভারহেড ট্যাঙ্কে (রিজার্ভার) সংরক্ষণ করে পাইপলাইনের মাধ্যমে আবাসিক এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ২০১৭ সালে এ প্রকল্পটি হাতে নেওয়া হয়। ৮ মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ পৌরসভাকে ওয়াটার ট্রিটমেন্ট প্লানটি বুঝিয়ে দিলেও পৌরসভা এটি ব্যবহারের উদ্যোগ না নেওয়ায় কোনো কাজেই আসছে না। ঘণ্টায় ২ লাখ লিটার পানি পরিশোধন ক্ষমতার এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে পৌরবাসীকে পানি সরবরাহ করার নিজস্ব পাইপলাইন সংযোগ পৌরসভার নেই।
মাধবপুর পৌর শহরের বাসিন্দা বিল্লাল হোসেন জানান, ১৯৯৭ সালে মাধবপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। কিন্তু দীর্ঘ ২৭ বছরেও পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের কোনো ব্যবস্থা করা হয়নি। প্রায় ২৫ হাজার পৌরবাসী নিজস্ব ব্যবস্থাপনায় তাদের সুপেয় পানির ব্যবস্থা করে থাকে। অনেক লোক পুকুরের পানি ফুটিয়ে পান করে থাকেন। সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রিটমেন্ট ওয়াটার প্লান্টটি চালু করা হলে জনগণ সুফল পেত।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাহমিনা তানভিন জানান, ২০২২ সালের ২৮ জুন ৫ কোটি ৮ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি মাধবপুর পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। সেটি চালু রাখার দায়িত্ব পৌরসভার।
পৌর মেয়র হাবিবুর রহমান বলেন, বাসাবাড়িতে পানি সরবরাহের জন্য পৌরসভার নিজস্ব কোনো পাইপলাইন না থাকায় পানি সরবরাহ করা যাচ্ছে না। এ বিষয়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দ পেলে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন