- সারাদেশ
- হাওরে ডেডলাইন দিয়ে বাঁধের কাজ সম্ভব নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী
হাওরে ডেডলাইন দিয়ে বাঁধের কাজ সম্ভব নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিশাল হাওর এলাকায় বাঁধ টেকসই করতে সময় লাগে। তাই হাওরে ডেডলাইন দিয়ে বাঁধের কাজ শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
তিনি বলেন, ‘আমরা একটা ডেডলাইন দিয়ে রাখি। কিন্তু প্রাকৃতিক কারণে সেটা সব সময় রক্ষা সম্ভব হয় না। অতীতে সব জায়গায় পানি নেমে যাওয়ার পরে পিআইসি গঠন করা হয়েছে। কিন্তু এবার যেখানে পানি আগে শুকিয়েছে সেখানে আগে গঠন হয়েছে পিআইসি। আমরা কাজ শুরুর জন্য আগে থেকেই তৈরি থাকি। কিন্তু এলাকা তো উপযোগী হতে হবে, এরপর কাজ।’
আজ বুধবার দিরাই উপজেলার বরাম হাওরের তুফানখালী বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তুফানখালী বাঁধের কাজ এরই মধ্যে ৯৫ শতাংশ শেষ হয়েছে বলে এ সময় জানান তিনি।
দেশের বেশিরভাগ খাদ্যশস্য উৎপাদন হয় সুনামগঞ্জের হাওরাঞ্চলে। এ জন্য সরকার গুরুত্বের সঙ্গে হাওরে ফসল রক্ষাবাঁধের কাজ করছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, আমরা টেকসই বাঁধ দিতে চাই। এখানে তড়িঘড়ি করে কাজ করতে গেলে টেকসই না-ও হতে পারে। তাই সময় নিয়ে আমরা কাজগুলো করছি। নদী খননের মাধ্যমে হাওরের সমস্যার টেকসই সমাধান করা হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। কালনীসহ ১৯টি নদী খনন করতে পারলেই স্থায়ী সমাধান আসবে। নদীগুলো নিয়ে আমরা একটা সমীক্ষা চালিয়েছি, সেটা প্রায় শেষ পর্যায়ে। সমীক্ষা আগামী মাসের ১০ তারিখে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
একই দিন প্রতিমন্ত্রী বরাম হাওরের বোয়ালিয়া বাঁধ এবং চাপতির হাওড়ের বৈশাখী বাঁধ পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের এমপি শামীমা শাহরিয়ার, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মল্লিক সাঈদ মাহবুব, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক শহীদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন