- সারাদেশ
- ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক কারখানার কর্মকর্তা নিহত
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক কারখানার কর্মকর্তা নিহত

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পোশাক কারখানার কর্মকর্তা মো. সুমন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ফতুল্লার নরসিংহপুর এলাকায় তিনি ছুরিকাহত হন।
সুমন সিলেটের সুনামগঞ্জ থানার ভাঙ্গাপাড়া গ্রামের রজব আলীর ছেলে। ফতুল্লার নরসিংহপুর এলাকায় তিনি ভাড়ায় থাকতেন।
নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার জানান, তার স্বামী ফতুল্লা নরসিংহপুরের একটি স্পিনিং মিলে মেকানিক্যাল পদে কর্মরত ছিলেন। সকালে বাসা থেকে হেঁটে ওই মিলে যাওয়ার সময় পথে তার গতিরোধ করে ৫ থেকে ৬ জন ছিনতাইকারী। সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন