বরিশাল নগরীর হাজি মুহম্মদ মহসীন হকার্স মার্কেট দোকান ব্যবসায়ী সমিতির কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মঙ্গলবার রাতের ওই অনুষ্ঠানের জন্য মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মিজানুর রহমানের বিরুদ্ধে। এ নিয়ে সমকালে সংবাদ প্রকাশের পর আর ওই অনুষ্ঠানে যাননি সিটি মেয়র। 

‘আওয়ামী লীগ নেতার কাণ্ড, বরিশালে ব্যবসায়ী সমিতির সভা ঘিরে চাঁদাবাজি’ শিরোনামে মঙ্গলবার সমকালে সংবাদটি প্রকাশিত হয়। এতে সভার খরচের জন্য প্রতিটি দোকান থেকে দেড় হাজার টাকা চাঁদা নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগটি উঠে আসে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবাদটি মঙ্গলবার সকালেই মেয়রের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন। 

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ঢালী সমকালকে বলেন, কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি সিটি মেয়র সাদিক আবদুল্লাহ শারীরিক অসুস্থতার জন্য অংশ নিতে পারেননি। 

সভাপতি মিজানুর রহমান বলেন, মেয়র প্রধান অতিথি থাকলেও স্বাস্থ্য খারাপ, তাই আসেননি। আর মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে সভা করে চাঁদা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।