- সারাদেশ
- ছয় দাবিতে রাবিতে বাম ছাত্র সংগঠনের মশাল মিছিল
ছয় দাবিতে রাবিতে বাম ছাত্র সংগঠনের মশাল মিছিল

রাবিতে বাম ছাত্র সংগঠনের মশাল মিছিল। ছবি-সমকাল
ছয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মশাল মিছিল করেছে ৮টি বাম ছাত্র সংগঠন। বুধবার সন্ধ্যায় সংগঠনগুলোর নেতাকর্মীরা পরিবহন মার্কেট থেকে এ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিবহন মার্কেটের আমতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন বলেন, প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও স্থানীয় ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়কে রণক্ষেত্র তৈরি করেছে। এর দায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের ওপর চাপিয়ে দিয়েছে প্রশাসন। ফলে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়দের হামলায় এত শিক্ষার্থী আহত হওয়ার দায় প্রশাসন এড়াতে পারে না।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সামাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদসহ ৮টি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এর পরিপ্রেক্ষিতে বাম ছাত্রসংগঠনগুলো ৬টি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ; নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ প্রক্টরিয়াল বডির অপসারণ ও দায়িত্ব পালনে ব্যর্থ উপাচার্যকে ক্ষমা চাওয়া; আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা; হলে ছাত্রলীগের দখলদারিত্ব ও সিট বাণিজ্য বন্ধ করা এবং নতুন হল নির্মাণ করে শতভাগ আবাসিকতা নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক দায়েরকৃত মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং মামলার নামে সাধারণ শিক্ষার্থী ও জনগণ হয়রানির শিকার যেন না হয় তা নিশ্চিত করতে হবে; শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ও বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতে রাকসু সচল করতে হবে।
মন্তব্য করুন