- সারাদেশ
- স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুর রশীদ। ছবি: সমকাল
খাগড়াছড়িতে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- আব্দুর রশীদ। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- শ্বশুর সাহেব আলী ও সিরাজুল ইসলাম। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ জানান, ভুক্তভোগী হালিমা বেগমকে যৌতুকের জন্য প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আসামিরা। ২০১২ সালের ২৩ এপ্রিল রাতে ভুক্তভোগীর হাত-পা বেধে শরীরে আগুন ধরিয়ে দেন আসামিরা। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান। নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
মন্তব্য করুন