ফেনীর ছাগলনাইয়াতে ট্রেনের চোরাই তেলসহ মো. ইউসুপ (৪৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে ফেনী ক্যাম্পের র‍্যাব সদস্যরা। বুধবার রাতে তাকে আটক করা হয়। পরে র‍্যাব বাদী হয়ে তার নামে ফেনী থানায় মামলা করে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে ফেনী কারাগারে পাঠায়।

গ্রেপ্তারকৃত মো. ইউসুপ ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের মৃত মকবুল আহম্মদের ছেলে।

র‌্যাব জানায়, ইউসুপ দীর্ঘদিন ধরে ফেনীর বিভিন্ন স্টেশন থেকে ট্রেনের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে ট্রেনের তেল চুরি করে আসছিল। বুধবার রাতে র‌্যাব তাকে ধরার জন্য ওৎ পেতে বসে ছিল। তেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ফেনী ট্রেন স্টেশনের অদূরে মহিপালের ফ্লাইওভারের নিচ থেকে ৮ টি ড্রামে ভরা ৪৫০ লিটার ডিজেলসহ ইউসুপকে তারা আটক করে।

জিজ্ঞাসাবাদে ইউসুপ ট্রেন থেকে তেল চুরির কথা স্বীকার করে জানান, তার সাথে ফেনী দক্ষিণখান নামক স্থানের সিরাজুল ইসলামের ছেলে মতিনও ছিলো। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মতিন পালিয়ে যায়। ইউসুপের কাছ থেকে তেল বহনকারী একটি সিএনজি অটোরিকশাও এ সময় জব্দ করা হয় বলে র‌্যাব জানায়।