ইউপি নির্বাচন চলাকালীন সিলেটের একটি ভোটকেন্দ্রে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার বিমানবন্দর এলাকার খাদিমনগর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে মুখোশধারীরা এ গুলি বর্ষণ ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া যায় । ওই সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর আধঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। তবে বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন জানিয়েছেন কোনো গুলি বর্ষণের ঘটনা ঘটেনি, ভোটগ্রহণও বন্ধ হয়নি।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা আড়াইটার দিকে কয়েকটি মোটরসাইকেলযোগে আসা মুখোশধারী লোকজন হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে ভয়ভীতি ও গুলিবর্ষণ করে পালিয়ে যায়। ওই সময় ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। এ অবস্থায় ভোটগ্রহণ বন্ধ থাকে। খবর পেয়ে ভ্রাম্যমান টিম ও বিজিবি ভোটকেন্দ্রে অবস্থান নেয়। আধঘন্টা পর আবার ভোটগ্রহণ শুরু হয়। এ বিষয়ে প্রিসাইডিং অফিসারের বক্তব্য পাওয়া যায়নি।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইকলাল হোসেন ঘটনা সম্পর্কে অবগত নন বলে দাবি করেন। তবে অপর একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান চেয়ারম্যান দিলওয়ার হোসেন জানিয়েছেন, ভোটগ্রহণ চলাকালে ছাত্রলীগের কর্মীরা গুলিবর্ষণ করেছে। ভোটগ্রহণ বন্ধও থাকে। বিকাল সাড়ে ৩টার দিকেও কেন্দ্রে দীর্ঘ লাইন ছিল।