- সারাদেশ
- হাত-পা বেঁধে যুবককে গলাকেটে হত্যা
হাত-পা বেঁধে যুবককে গলাকেটে হত্যা

প্রতীকী ছবি
ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের একদিন পর ভারতীয় সীমান্ত থেকে হাত-পা বাঁধা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার গোবরাকুড়া এলকায় বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম সারোয়ার হোসেন(৪৫)। তিনি হালুয়াঘাট পৌরসভার বেপারীপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বের হন সারোয়ার। দুপুরে সীমান্ত এলাকায় ভাড়ায় দু'জন আরোহী নিয়ে যান তিনি। পরে তার সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। বুধবার বিকালে গোবরাকুড়া ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় রক্তের দাগ থেকে সন্দেহ দেখা দেয় স্থানীয়দের। একটু খুঁজতেই ভারতীয় সীমানার সামান্য দূরেই হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা একটি লাশ পড়ে থাকতে দেখেন তারা। ভারতীয় সীমানায় লাশ পড়ে থাকায় বিষয়টি স্থানীয়রা বিজিবিকে জানান। এদিকে,খবর পেয়ে স্বজনরা সেখানে পৌঁছে সারোয়ারের লাশ সনাক্ত করেন। পরে ভারতীয় বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পুলিশের হাতে লাশ হস্তান্তর করে।
নিহতের ভাই জাকির হোসেন জানান, মঙ্গলাবর বিকেলে সীমান্ত এলাকায় ভাড়ায় দু'জন যাত্রী নিয়ে যায় তার ভাই। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মন্তব্য করুন