- সারাদেশ
- বড়াইগ্রামে ট্রাক্টর চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
বড়াইগ্রামে ট্রাক্টর চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

নাটোরের বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় স্কুল শিক্ষার্থী শান্ত (৬) নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার নওগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত নওগ্রাম এলাকার আসমত আলীর ছেলে এবং সে স্থানীয় নওগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার নওগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। অনুষ্ঠান শেষে শান্ত স্কুল থেকে বাড়িতে ফিরছিল। পথে স্কুলের সামনের রাস্তায় উঠলে পেছন থেকে মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শান্ত মারা যায়। পরে বিক্ষুদ্ধ জনতা ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন