পটুয়াখালীর গলাচিপায় ছোট ভাই আল আমীন প্যাদার লাঠির আঘাতে বড় ভাই বাবুল প্যাদার (৪৬) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের কবিরাজ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপর ছোট ভাই জাফর প্যাদাকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাবুল প্যাদা ও তার ছেলে খোকন প্যাদা বাড়িতে গোয়াল ঘর তৈরির জন্য বাড়ির পাশ থেকে মাটি কেটে ভিটা তৈরি করছিলেন। এ সময় ছোট ভাই আল আমীন প্যাদা ও জাফর প্যাদা মাটি কাটতে বাধা দেন। এতে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ভাতিজা খোকন প্যাদা চাচা আল আমীন প্যাদাকে লাঠি দিয়ে আঘাত করলে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় বাবুল প্যাদা ও আল আমীন প্যাদা গুরুতর আহত হন। উদ্ধার করে দু’জনকে চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল প্যাদাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন সমকালকে বলেন, এ ঘটনায় নিহত বাবুল প্যাদার ছেলে খোকন প্যাদা বাদী হয়ে চাচা আল আমীন প্যাদা ও জাফর প্যাদাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, জাফর প্যাদাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।