চাষবাসের জন্য পাকিস্তান সেনাবাহিনীকে ৪৫ হাজার ২৬৭ একর জমি দিয়েছে পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার। খবর: ডন অনলাইন’র।

‘করপোরেট কৃষি কাজের’ জন্য পাঞ্জাব প্রদেশের ভাক্কার, খুসাব ও শাহিওয়াল জেলার এসব জমি পাচ্ছে সেনাবাহিনী। সামরিক বাহিনী এই চাষাবাদ কার্যক্রমের ব্যবস্থাপনা তদারকি করবে, সরাসরি চাষাবাদে যুক্ত হবে না।

পাকিস্তানের চাষযোগ্য জমির ২৭ শতাংশই অনাবাদি পড়ে রয়েছে বলে জানায় দেশটির পরিসংখ্যান দপ্তর।