- সারাদেশ
- নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে খাদে, নিহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে খাদে, নিহত ২

উল্টে যাওয়া ট্রাক্টর। ছবি: সমকাল
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালকের সহকারী ও পথচারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ-কসবা সড়কের চান্দাইসার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার তিনলাখপীর এলাকার আবদুর রহমান মিয়ার ছেলে পাপেল মিয়া (২০) ও হাজিপুর এলাকার আজিজুল হক মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।
আহতরা হলেন- ট্রাক্টরচালক আলাউদ্দিন (৩০) ও তার আরেক সহকারী রাসেল মিয়া (২২)। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী চান্দাইসার গ্রামের স্বপন মিয়া জানান, শুক্রবার দুপুরে উপজেলার কসবা-সৈয়দাবাদ সড়কে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে সৈয়দাবাদের দিকে যাচ্ছিলো। এ সময় চান্দাইসার এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এ সময় চালকের সহকারী পাপেল মিয়া ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন পথচারী দেলোয়ার মিয়া, ট্রাক্টরের চালক ও তার আরেক সহকারী। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতাল নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পথচারী দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন