- সারাদেশ
- বঙ্গবন্ধুর জন্মদিনে রেসিডেনসিয়াল মডেল কলেজে দিনব্যাপী কর্মসূচি
বঙ্গবন্ধুর জন্মদিনে রেসিডেনসিয়াল মডেল কলেজে দিনব্যাপী কর্মসূচি

অনুষ্ঠান শেষে বিজীয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ছবি: সমকাল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ছবি ও পোস্টার প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন’- এই প্রতিপাদ্যে ছবি, বঙ্গবন্ধুর উদ্ধৃতি, পোস্টার কলেজের শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ গড়ার। তিনি বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পূর্ণভাবে সফল রাজনৈতিক।
এ সময় তিনি বঙ্গবন্ধুর আদর্শ প্রত্যেকের জীবনে অনুসরণ এবং কর্মে বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মন্তব্য করুন