বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসে দ্রব্যমূল্য বাড়ার কোনো সুযোগ নেই। কোনো ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

শুক্রবার শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে আয়োজিত ‘ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপো-২০২৩ অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোক্তাদের স্বাভাবিক সময়ের মতো বাজার করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের যথেষ্ট মজুত রয়েছে। সারা মাসের বাজার কেউ একবারে করবেন না। এটা করলে বাজারের ওপর চাপ পড়ে। 

এক্সপোর আয়োজক বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেজ প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এতে স্টল বরাদ্দ পেয়েছে ৭০টি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। ডিজিটাল পল্লী নিয়ে উপস্থাপনা করেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। 

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আকতার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এসএমই ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান প্রমুখ।