- সারাদেশ
- চলতি মাসে রূপপুরে যুক্ত হচ্ছে ২৭০০ টন যন্ত্রপাতি
চলতি মাসে রূপপুরে যুক্ত হচ্ছে ২৭০০ টন যন্ত্রপাতি

ফাইল ছবি
রাশিয়া থেকে ২৭০০ টনেরও বেশি ওজনের বিভিন্ন যন্ত্রপাতি এ মাসেই রূপপুর প্রকল্পে এসে পৌঁছবে। রূপপুর প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
চলতি মাসের মধ্যেই যন্ত্রপাতির এই চালানটি রূপপুর প্রকল্পে পৌঁছবে উল্লেখ করে গত বৃহস্পতিবার তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে দুটি রুশ জাহাজ ভারী যন্ত্রপাতি নিয়ে মংলা বন্দরে আসে এবং সেগুলো ইতোমধ্যে আনলোড করা হয়েছে।
প্রকল্পে যন্ত্রপাতিগুলো যুক্ত হলে উন্মুক্ত অবস্থায় প্রথম ইউনিটের রি-অ্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থার ফ্লাশিংয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হবে।
প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর রাশিয়ার রোসাটম করপোরেশনের প্রকৌশল শাখা সূত্র জানায়, প্রকল্পটিতে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট স্থাপিত হবে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে থ্রিপ্লাস প্রজন্মের রুশ ভিভিইআর রি-অ্যাক্টর, যেগুলো আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।
মন্তব্য করুন