সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেওয়ার নামে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হারুনুর রশিদ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে কয়েকটি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়।

শনিবার ভোরে নওগাঁর বদলগাছী উপজেলার জিধিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারুনুর ওই এলাকার আব্দুল জলিল মন্ডলের ছেলে। এ ঘটনায় বদলগাছী থানায় মামলা করা হয়েছে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন জনকে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিলেন।

তিনি আরও বলেন, উপজেলার চাপাডল গ্রামের তছির উদ্দীনের ছেলে মামুনুর রশিদকে সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে নেন হারুন। পরে একটি নিয়োগপত্র দেন। নিয়োগপত্রটি ভুয়া জানতে পেরে র‌্যাব- ৫ এর জয়পুরহাট ক্যাম্পে অভিযোগ করেন মামুন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার ভোররাতে বদলগাছী উপজেলার জিধিরপুর এলাকায় অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে কয়েকটি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়।

বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) রায়হান হোসেন বলেন, প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগী মামুন বাদী হয়ে হারুনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার হারুনকে আদালতে পাঠানো হয়েছে।