- সারাদেশ
- খালে পড়ে ছিল ১৭ মামলার আসামির মরদেহ
খালে পড়ে ছিল ১৭ মামলার আসামির মরদেহ

ফাইল ছবি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ১৭ মামলার আসামি মাসুদ আলমের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার মোল্লা বাড়ির দরজা এলাকায় একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাসুদ নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের নুরুল আমিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ আলম তার এলাকায় পোড়া মাসুদ নামে পরিচিত ছিলেন। তিনি যুবলীগের কর্মী পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন বলে অভিযোগ রয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম মাসুদ আলম। তার বিরুদ্ধে মাদকসহ নানা অপরাধের মোট ১৭টি মামলার তথ্য পেয়েছি। তবে কীভাবে মারা গেছেন বা তাকে হত্যা করা হয়েছে কিনা এ বিষয়ে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন