ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১২ জন। আজ শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার অতিক্রম করে সড়কের অন্য পাশে চলে যায়। এ সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনা পরিবহনের যাত্রী কবি ও মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী নাসির মামুন এবং কবি রওশন ঝুনুসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিবিএমসিবিতে ভর্তি করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার অতিক্রম করে সড়কের অন্যপাশে চলে যায়। এ সময় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।