রাজশাহীতে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করেছে। শনিবার বিকেল চারটায় নগরীর ভুবনমোহন পার্কে খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবি বাস্তবায়নে সমাবেশ করেছে মহানগর বিএনপি। অন্যদিকে বিএনপির ‘নৈরাজ্যের’ অভিযোগে প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। 

বিএনপির সমাবেশ বক্তারা বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্তের কথা বললেও একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। আওয়ামী লীগ মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, কিন্তু কাউকে কথা বলার সুযোগ দেয় না। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দিবে। 

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

 কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ (ছবি-শরিফুল ইসলাম তোতা)   

এদিকে বিএনপির ‘নৈরাজ্যের’ অভিযোগে প্রতিবাদে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল হক পিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাদের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধের জন্য আওয়ামী লীগ প্রস্তত রয়েছে। 


বিষয় : পাল্টাপাল্টি সমাবেশ রাজশাহী মহানগর আওয়ামী লীগ রাজশাহী মহানগর বিএনপি

মন্তব্য করুন