- সারাদেশ
- জমি নিয়ে বিরোধের জেরে কৃষক খুন
জমি নিয়ে বিরোধের জেরে কৃষক খুন

প্রতীকী ছবি
বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধের জেরে তাহেরুল ইসলাম (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে।
তাহেরুল ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান।
তিনি জানান, তাহেরুলের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে এই নিয়ে তার চাচা ও চাচাতো ভাইদের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ১৪-১৫ জন লোহার রড দিয়ে তাহেরুলকে পিটিয়ে আহত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যায় শজিমেক হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সৈকত হাসান আরও জানান, প্রতিবেশী চাচা ও চাচাতো ভাইসহ হামলায় জড়িতদের শনাক্তে কাজ করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
মন্তব্য করুন