- সারাদেশ
- তৃতীয় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন কুলাউড়ার সলমান
তৃতীয় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন কুলাউড়ার সলমান

চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। ছবি-সংগৃহীত
প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জাতীয় পর্যায়ে তৃতীয় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়। এর আগে তিনি মৌলভীবাজার জেলা ও সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ বিজয় অর্জন করতে সক্ষম হন।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক ও যুগ্মসচিব এসএম আনছারুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জাতীয় পর্যায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বাছাই প্রতিযোগিতায় প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুলাউড়ার সফি আহমদ সলমানকে তৃতীয় স্থান অধিকারী হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফি আহমদ সলমান উপজেলা পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও ছকাপন স্কুল এন্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।
এক প্রতিক্রিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান বলেন, জেলা এবং বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনের পর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরবের অংশীদার সমগ্র কুলাউড়াবাসীর। সকলের ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন।
মন্তব্য করুন