- সারাদেশ
- দাদার সাথে চা খেতে গিয়ে বাড়ি ফেরা হলো না শিশু আব্দুল্লাহর
দাদার সাথে চা খেতে গিয়ে বাড়ি ফেরা হলো না শিশু আব্দুল্লাহর

রাজবাড়ীর পাংশায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বউবাজারে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের সেলিম শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল আটটার দিকে আব্দুল্লাহ তার দাদা আলীর সাথে বউবাজারের এরশাদের দোকানে চা খেতে যায়। দোকানটিতে বৈদ্যুতিক জগে চা তৈরি করা হয়। ওই জগটি রাখা ছিল একটি স্টিলের ট্রের উপর। আব্দুল্লাহ ওই ট্রেটি ধরলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
বাবুপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার ফিরোজ মিয়া জানান, শিশুটি প্রতিদিনই তার দাদার সাথে চা খেতে ওই দোকানে আসত। কোনোভাবে বৈদ্যুতিক সংযোগ ছিদ্র হয়ে ট্রেটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। শিশুটি ট্রেটি ধরে দাঁড়িয়ে ছিল। সবাই ভেবেছে এমনিতেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দোকানের মালিক বুঝতে পারলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আব্দুল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে।
বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক।
পাংশা থানার এসআই মাহবুব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য করুন