উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে বরিশালের উজিরপুরের নেতাকর্মীদের মধ্য দফায় দফায় হাতাহাতি হয়েছে। রোববার সকালে নগর বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিবাদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় উজিপুরের বদলে বরিশাল বিএনপি কার্যালয়ে সভা ডাকা হয়। এতে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ২০১৮এর জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী সরদার শরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে ও বিপক্ষে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। সভার বাইরে গিয়েও দু’পক্ষ একাধিবার হাতাহাতিতে জড়ায়। তবে এতে কেউ আহত হয়নি।

উপজেলা যুবদলের আহ্বায়ক আ.জ.ম শামসুজ্জামান আজাদ বলেন, শরফুদ্দিন সান্টু ও তার অনুসারীদের বাদ দিয়ে কমিটি গঠনের ষড়যন্ত্র করছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান মাস্টার। সান্টুর অনুসারীরা রোববার দলীয় কার্যালয়ে আসলে মন্নান তার সমর্থকদের নিয়ে সান্টুর বিরুদ্ধে শ্লোগান দেন। এতে বাধা দিলে সান্টুর অনুসারীদের ওপর হামলা চালানো হয়। তখন সান্টু অনুসারীরা তাদের প্রতিহত করেছেন।

অপরদিকে মান্নান অনুসারী উপজেলা যুবদল সদস্য তাওহীদ বিন লাবিদ বলেন, সান্টু গত নির্বাচনের পর থেকে বিদেশে অবস্থান করছেন। এলাকায় তার অনুসারীরাও নিস্ক্রীয়। নতুন কমিটি গঠনের জন্য রোববার দলীয় কার্যালয়ে সভায় বসলে সান্টুর নামে শ্লোগান দেয় তার অনুসারীরা। তারা প্রতিপক্ষের সমর্থকদের ওপর হামলাও চালায়। 

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম বলেন, উজিরপুর বিএনপির কমিটি গঠন নিয়ে দলীয় কার্যালয়ে দুই পক্ষের অনুসারীরা পাল্টাপাল্টি শ্লোগান দেয়। তবে হাতাহাতির ঘটনা ঘটেনি।